হিথ্রো বিমানবন্দরের ইমিগ্রেশনে এবার বাংলা ভাষার নির্দেশনা, উচ্ছ্বসিত প্রবাসীরা

heathrow airport bangla instruction

যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে এবার দেখা গেল বাংলা ভাষায় দিকনির্দেশনা। বুধবার (১২ নভেম্বর) থেকে বিশ্বের অন্যতম ব্যস্ত এ বিমানবন্দরের টার্মিনাল–৪-এর ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ইংরেজি, আরবি, হিন্দিসহ অন্যান্য ভাষার পাশাপাশি যুক্ত হয়েছে বাংলা ভাষার নির্দেশনা।

ডিসপ্লে বোর্ডে প্রদর্শিত বাংলার বার্তায় লেখা:
“অনুগ্রহ করে আপনার পাসপোর্টটি প্রস্তুত রাখুন এবং ওয়ালেট ও হোল্ডার থেকে বের করুন।”

এই দৃশ্য দেখে প্রবাসী বাংলাদেশিদের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। অনেকেই বলেছেন, এটি যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের ক্রমবর্ধমান উপস্থিতি, অবদান এবং সামাজিক গুরুত্বের স্পষ্ট স্বীকৃতি।

এর আগেও যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে বাংলা ভাষার দৃশ্যমান ব্যবহার দেখা গেছে। বিশেষ করে বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় বাংলা এখন দৈনন্দিন জীবনের অংশ।
২০২২ সালে হোয়াইটচ্যাপল পাতাল রেলস্টেশনে ইংরেজির পাশাপাশি বাংলায় “হোয়াইটচ্যাপল স্টেশন” লেখা যুক্ত হয়।
এ ছাড়া বাংলা টাউন, ব্রিকলেন, বুক্সটন স্ট্রিট, ফুর্নিয়ার স্ট্রিটসহ অনেক রাস্তার নাম ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা রয়েছে।

পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক, বার্মিংহামের স্মল হিথ পার্ক, ওল্ডহামসহ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় স্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। বর্তমানে আটটিরও বেশি স্থায়ী শহীদ মিনার যুক্তরাজ্যে দাঁড়িয়ে আছে বাংলা ভাষা আন্দোলনের স্মারক হিসেবে।

কমিউনিটি নেতাদের মতে, হিথ্রো বিমানবন্দরে বাংলা ভাষায় নির্দেশনা যুক্ত হওয়া যুক্তরাজ্যজুড়ে বাংলা ভাষার দৃশ্যমান উপস্থিতিকে আরও শক্তিশালী করেছে এবং এটি ব্রিটিশ-বাংলা ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।