২০২৫ সালের হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন

Bangladesh Hajj flights 2025

এ বছরের পবিত্র হজ ফ্লাইটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে হিজরি ১৪৪৬ এবং খ্রিস্টাব্দ ২০২৫ সালের হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন।

আজ দিবাগত রাত ২টা ১৫ মিনিটে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম ফ্লাইট (সাউদিয়ার এসভি ৩৮০৩) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। প্রথম ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছাবেন। এর মধ্যে আটটি ফ্লাইট কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুটি ফ্লাইট মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মসচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, সচিব নাসরীন জাহান, সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল আজিজ ফাহাদ এম আল ইব্রাহিম, বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূঁইয়া, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এবং মহাসচিব ফরিদ আহমদ মজুমদার। অনুষ্ঠানে কয়েকজন হজযাত্রী হজ ব্যবস্থাপনা নিয়ে নিজেদের অনুভূতিও প্রকাশ করেন।

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, “হজযাত্রীরা যেন যৌক্তিক খরচে এবং সহজে পবিত্র হজ পালন করতে পারেন, সে জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হজ নিবন্ধনসহ সম্পূর্ণ প্রক্রিয়া আরও সহজ ও সুবিধাজনক করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

হজ ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে এবার হাজিদের জন্য বিশেষ মোবাইল অ্যাপ, হজ প্রিপেইড কার্ড এবং আন্তর্জাতিক রোমিং সুবিধাসংবলিত মোবাইল সিম সরবরাহ করা হয়েছে।

এ বছর তিনটি এয়ারলাইনস—বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সাউদিয়া এবং ফ্লাইনাস—মোট ২৩২টি প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে। প্রাক-হজ ফ্লাইট শেষ হবে আগামী ৩১ মে এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে।