বাংলাদেশের জন্য তৃতীয় দেশে রপ্তানি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

india cancels bangladesh transshipment (2)

ভারত বাংলাদেশের জন্য তৃতীয় দেশে পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (বুধবার) এক বিবৃতিতে জানিয়েছে, ৮ এপ্রিল ২০২৫ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “একটি দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে ভারতের বিমানবন্দর ও বন্দরগুলোতে পণ্যের জট এবং লজিস্টিক ব্যয় বেড়ে গেছে। এতে ভারতের নিজস্ব রপ্তানিও বিঘ্নিত হচ্ছে।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, “২০২০ সাল থেকে পাঁচ বছর ধরে বাংলাদেশকে এই সুবিধা দেওয়া হচ্ছিল। কিন্তু গত কয়েক বছরে বিমানবন্দরে ব্যাকলগ ও বিলম্বের সমস্যা তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ভারত।”

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিব বলেন,

“আমরা মনে করি এটি আমাদের ব্যবসার ওপর তেমন প্রভাব ফেলবে না। তবে, ভারত বড় অঙ্কের রাজস্ব হারাবে। কারণ, তারা আমাদের পণ্যের জন্য তাদের অতিরিক্ত কার্গো স্পেস বরাদ্দ রেখেছিল।”

এই পদক্ষেপের ফলে বাংলাদেশের রপ্তানিকারকরা বিকল্প পথ খোঁজার প্রয়োজনীয়তার মুখে পড়তে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।