এপ্রিল মাসে ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার

RUMOR SCANNER Bangladesh

এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া মোট ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। গতকাল বৃহস্পতিবার (১ মে) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এর আগের মাস মার্চে শনাক্তকৃত ভুল তথ্যের সংখ্যা ছিল ২৯৮টি। এপ্রিল মাসে শনাক্ত হওয়া ভুল তথ্যগুলোর মধ্যে জাতীয় বিষয় সংশ্লিষ্ট ভুল তথ্যের পরিমাণ সবচেয়ে বেশি—১০১টি, যা মোট সংখ্যার ৩৪ শতাংশ। এরপর রয়েছে রাজনৈতিক বিষয় (৯৫টি), আন্তর্জাতিক (৩৮টি), ধর্মীয় (২৭টি), বিনোদন ও সাহিত্য (৮টি), শিক্ষা (৭টি), প্রতারণা (১০টি) এবং খেলাধুলা বিষয়ক (৯টি) ভুল তথ্য।

রিউমর স্ক্যানারের বিশ্লেষণে দেখা যায়, ভুল তথ্যের ধরন অনুসারে তথ্যকেন্দ্রিক ভুলের সংখ্যা ছিল সবচেয়ে বেশি—১৩৮টি। ভিডিওকেন্দ্রিক ছিল ১০৫টি এবং ছবিকেন্দ্রিক ৫৩টি। এসব ভুল তথ্যের মধ্যে মিথ্যা হিসেবে চিহ্নিত হয়েছে ১৭৯টি, বিভ্রান্তিকর ৬৬টি এবং বিকৃত তথ্য ৪৮টি। পাশাপাশি, তিনটি সার্কাজম বা কৌতুকভিত্তিক পোস্টকে বাস্তব দাবি হিসেবে ভেবে ফ্যাক্টচেক করতে হয়েছে।

প্ল্যাটফর্ম বিশ্লেষণে দেখা যায়, ফেসবুক ছিল ভুল তথ্য ছড়ানোর প্রধান মাধ্যম—এখানে ২৭৬টি ভুল তথ্য শনাক্ত হয়েছে। এর বাইরে ইউটিউব (৫৪টি), ইনস্টাগ্রাম (৪৮টি), এক্স (সাবেক টুইটার) (৪৪টি), টিকটক (২৪টি), এবং থ্রেডস-এ (১৩টি) ভুল তথ্য পাওয়া গেছে। এমনকি গণমাধ্যমেও ভুল তথ্য প্রচারের ঘটনা ঘটেছে—মোট ১৫টি ঘটনায় একাধিক জাতীয় গণমাধ্যম জড়িত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে আরও উঠে এসেছে, ভারতীয় গণমাধ্যম ও ভারত থেকে পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বাড়ছে। এপ্রিল মাসে এমন চারটি ঘটনায় ভারতীয় উৎস থেকে বাংলাদেশ সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো হয়। এর মধ্যে দুটি ঘটনা গণমাধ্যমে এবং দুটি সামাজিক মাধ্যমে সংঘটিত। এ ছাড়া মাসটিতে ১৬টি সাম্প্রদায়িক অপতথ্য শনাক্ত করা হয়, যার মধ্যে ছয়টি ঘটনায় ভারতীয় পরিচয়ধারী অ্যাকাউন্ট ও পেজ জড়িত ছিল।