সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক অযৌক্তিকভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে আজ সিলেটের নাগরিকবৃন্দ মিছিল করে স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল এবং নতুন করে কর নির্ধারণের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে যে সিটি কর্পোরেশন কোনো আলোচনা ছাড়াই হঠাৎ করে ট্যাক্স বৃদ্ধি করেছে, যা অযৌক্তিক এবং জনবিরোধী। নাগরিকরা দাবি করেছেন যে তাদের মতামত নিয়ে নতুন করে কর নির্ধারণ করা হোক। স্মারকলিপিতে আরও বলা হয়েছে যে কর নির্ধারণের আগে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের সাথে সকল স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করা উচিত ছিল। নাগরিকরা মেনে নিয়েছেন যে কিছুটা কর বৃদ্ধি প্রয়োজন, তবে তা অবশ্যই সহনশীল হতে হবে।
সোমবার (১৩ মে) দুপুরে সিলেটের কোর্ট পয়েন্টে জমায়েত হয়ে প্রতিবাদকারীরা মিছিল করে সিটি কর্পোরেশনে যান। মেয়র অনুপস্থিত থাকায় স্মারকলিপি গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী।
স্মারকলিপিতে স্বাক্ষরকারীরা:
স্মারকলিপিতে সিলেটের বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের ৫২ জন নেতা স্বাক্ষর করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: আহবায়ক এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, দরগাহ এ হযরত শাহজালাল (রঃ) মোতাওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমান, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, জাসদ সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সুজন সিলেট জেলার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বিএএম এর সাবেক সাধারণ সম্পাদক ডা: ময়নুল ইসলাম, বাংলাদেশ দোকান মালিক সমিতির জেলা সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বিশিষ্ট মানবাধিকার কর্মী ব্লাস্টের সাবেক সমন্বয়কারী অ্যাডভোকেট মোঃ ইরফানুজ্জাসান চৌধুরী, সিলেট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ চৌধুরী, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মৃত্যঞ্জয় ধর ভোলা, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি দেওয়ান গোলাম রাব্বানী, মোঃ জামিলুল হক, সিলেট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ, মোঃ ফজলুল হক সেলিম, সিলেট আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ আজিজুর রহমান, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান অ্যাডভোকে সৈয়দা শিরীন আক্তার, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল ইসলাম, অধ্যাপক জান্নাত আরা খান পান্না, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্রজপোপাল, গণতন্ত্রী পার্টির জেলাা সভাপতি মো: আরিফ মিয়া, বাসদ জেলা আহবায়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি সিকান্দর , বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ, জাসদ মহানগর সভাপতি ফারুক আহমেদ, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, গণতন্ত্রী পার্টির জেলা সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, জাসদ জেলার সাধারণ সম্পাদক কে.এ কিবরিয়া, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, নাগরিক মৈত্রীর আহবায়ক অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ আন্দোলনের ট্রাষ্টি জাকির হোসেন সোহেল, উদীচী জেলা সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, খেলাঘর সভাপতি তপন চৌধুরী, ছড়ামঞ্চ সভাপতি সিরাজ উদ্দিন শিরুল, গণ সংগীত শিল্পী রতন দেব, যুবজোট কেন্দ্রীয় সদস্য মোঃ মাহমুদ চৌধুরি, বাপা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ইমজা সভাপতি সজল ছত্রী, সাংবাদিক মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, গণজাগরণ মঞ্চ এর মূখপাত্র দেবাশীষ দেবু, গণতান্ত্রিক আইনজীবী পরিষদের আহবায়ক অ্যাডভোকেট মনির উদ্দিন, সিলেট আইনজীবী সমিতির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন রশীদ সোয়েব, সাম্যবাদী আন্দোলন জেলা সমন্বয় সুশান্ত সিনহা, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল ,বাসদ মার্কসবাদী নেতা সঞ্জয় দাস, মুখলেছুর রহমান, যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমূখ।
সিলেট সিটি করপোরেশন মেয়র বরাবর স্মারকলিপি প্রদান পরবর্তী বক্তব্যে সিলেটের নাগরিকবৃন্দ আহবায়ক এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বলেন, আমরা মেয়র বরাবর স্মারকলিপির মাধ্যমে সিলেট নগরবাসীর দাবি জানিয়েছি। সিলেট সিটি করপোরেশন কর্তৃক একতরফা ভাবে অতি উচ্চহারে হোল্ডিং ট্যাক্স আরোপের অযৌক্তিক সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করার দাবী জানিয়েছি। আমরা আমাদের আন্দোলন অব্যহত রাখবো। আমরা নগরীর সকল ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ, মতবিনিময় করে পরবর্তী আন্দোলন ঘোষণা দেব, যদি হোল্ডিং ট্যাক্স আরোপের অযৌক্তিক সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করা না হয়।