গাজামুখী ফ্লোটিলায় আটক পর্তুগালের বাম ব্লকের নেতা মারিয়ানা মর্তাগুয়া

mariana mortagua gaza flotilla arrest

গাজার উদ্দেশ্যে যাওয়া সুমুদ ফ্লোটিলায় অংশ নেওয়ায় ইসরায়েলি সেনাদের হাতে আটক হয়েছেন পর্তুগালের বামপন্থী রাজনৈতিক দল ব্লোকো দে এসকুয়ের্দা (Left Bloc)–এর কোঅর্ডিনেটর মারিয়ানা মর্তাগুয়া।

মর্তাগুয়া পর্তুগালের অভিবাসী অধিকার আন্দোলনের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত। কয়েকদিন আগেও পর্তুগালের পার্লামেন্টে অভিবাসীদের পক্ষে তিনি জোরালো বক্তব্য রাখেন। মানবিক সহায়তা ও ন্যায়ের প্রশ্নে তাঁর অবস্থান সবসময় স্পষ্ট ও দৃঢ়।

আজ তিনি অন্যান্য আন্তর্জাতিক অধিকারকর্মীদের সঙ্গে ফ্লোটিলায় করে গাজায় ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পথে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হন। ইসরায়েলি বাহিনী ফ্লোটিলাকে ‘অবরোধ ভাঙার চেষ্টা’ বলে দাবি করছে, যদিও আন্তর্জাতিক মহল বলছে—মানবিক সহায়তা পৌঁছানো বৈধ অধিকার।