জাতীয় নির্বাচন সামনে রেখে আসনসীমা পুনর্নির্ধারণে শুনানি শুরু

bangladesh election constituency hearing

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রবিবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে নির্বাচন ভবনে দাবি-আপত্তির শুনানি শুরুর সময় তিনি বলেন, “আমরা পেশাদারির সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আইন অনুযায়ী খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তির সুযোগ দেওয়া হয়েছে। আপনাদের আবেদনগুলো আমরা বিবেচনায় নিয়েছি। এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো তুলে ধরবেন।”

ইসি সচিব জানান, আজ রবিবার কুমিল্লা অঞ্চলের দাবি-আপত্তির শুনানি চলছে। এর মধ্যে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫ আসনের; আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১ আসনের; এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত নোয়াখালী-১, ২, ৪ ও ৫ আসন, চাঁদপুর-২ ও ৩ আসন, ফেনী-৩ আসন ও লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটারসংখ্যায় সমতা আনার লক্ষ্যে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয় এবং বাগেরহাট জেলার আসন চার থেকে কমিয়ে তিনটিতে আনার প্রস্তাব করা হয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত মোট এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন জমা পড়েছে ৮৩টি আসন নিয়ে। এসব আবেদন নিষ্পত্তির জন্য ২৪ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত শুনানি চলবে। পরবর্তী ধাপে দাবি-আপত্তি নিষ্পত্তির পর ৩০০ আসনের সংসদীয় সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ করবে ইসি।

শুনানি উপলক্ষে নির্বাচন ভবনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়ম মেনে শুধুমাত্র আবেদনকারীদের প্রবেশাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসি।