ফ্যাসিস্ট শাসনে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল

mirza fakhrul bnp thakurgaon conference

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শাসনব্যবস্থায় ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করবে বিএনপি। এজন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।

ফখরুল বলেন, “বিএনপি হলো সেই দল যারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২১ দফা আর বেগম খালেদা জিয়ার রূপকল্প থেকে বিএনপি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। ফ্যাসিস্ট ব্যবস্থায় বাংলাদেশ ভেঙে গেছে, আমরা ৩১ দফা কর্মসূচির মাধ্যমে সেই কাঠামো পুনর্গঠন করব।”

এ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন। প্রায় সাত বছর আট মাস পর অনুষ্ঠিত এ সম্মেলনকে ঘিরে জেলা জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সম্মেলনে আটটি উপজেলার কাউন্সিলররা ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।