ভারতে বাঙালি বিদ্বেষ চরমে: বাঙালি হওয়ায় নয়ডায় প্রযুক্তিবিদ ও ছেলেকে হোটেল থেকে ফিরিয়ে দিল

Anti-Bengali sentiment at its peak in India

শুধুমাত্র বাঙালি হওয়ায় ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় এক প্রযুক্তিবিদ ও তার ১৪ বছর বয়সী ছেলেকে হোটেলে থাকার অনুমতি দেওয়া হয়নি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১২ আগস্ট) নয়ডার ৪৪ নম্বর সেক্টরে অবস্থিত ‘মীরা এটারনিটি’ হোটেলে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওই প্রযুক্তিবিদ ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়ো-এর মাধ্যমে হোটেলটিতে দুই রাতের জন্য বুকিং দিয়েছিলেন। কিন্তু পৌঁছানোর পর রিসিপশনিস্ট তাদের জানায়, প্রশাসনের নির্দেশে ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ, পাঞ্জাব ও কাশ্মীর থেকে আগত অতিথিদের থাকতে দেওয়া হচ্ছে না।

প্রযুক্তিবিদ বলেন,

“আমার ছেলে জাতীয় পর্যায়ের স্কেটার। তার প্রতিযোগিতার জন্য আমরা নয়ডা যাই। কিন্তু রিসিপশনিস্ট জানায়, আমি বাঙালি বলে থাকতে পারব না। যখন জানালাম আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, বাংলাদেশি নই—তখনও তারা বলল বাঙালি আর বাংলাদেশির মধ্যে কোনো পার্থক্য নেই।”

নয়ডা পুলিশের এক কর্মকর্তা জানান, হোটেলগুলোকে শুধুমাত্র বাংলাদেশ থেকে আসা অতিথিদের আইডি ও কাগজপত্র যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে, অন্য কোনো নিষেধাজ্ঞা নেই।

ঘটনার পর ওয়ো কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে জানিয়েছে, ‘মীরা এটারনিটি’ হোটেলটিকে তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালিদের বিরুদ্ধে জাতিবিদ্বেষমূলক আচরণের ঘটনা বেড়ে গেছে। বাংলাভাষীদের বারবার চরম হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে।