ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নির্বাচন সংক্রান্ত অন্যান্য প্রস্তুতি যথাসময়ে শেষ করার নির্দেশ দিয়েছেন। ডিসেম্বরের মধ্যেই এই সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, নির্বাচনকে ঘিরে কিছু অগ্রগতির প্রেক্ষাপটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শফিকুল আলম বলেন, “প্রস্তুতির অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ ও তাদের প্রশিক্ষণের কাজ চলছে। প্রধান উপদেষ্টা চান, এই প্রক্রিয়াটি ডিসেম্বরের আগেই শেষ হোক।”
তিনি আরও বলেন, “নির্বাচন সামনে রেখে নানা রকম রাজনৈতিক পাঁয়তারা ও অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা থাকে। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন কঠোরভাবে আইন প্রয়োগ করে এবং নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সরকার গৃহীত প্রস্তুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা।