বাংলাদেশ ব্যাংক বাজারে আনতে যাচ্ছে সম্পূর্ণ নতুন ডিজাইনের ২০ টাকার নতুন নোট, যা প্রথমবারের মতো ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় পরিচয়কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। আসন্ন ঈদুল আজহার আগেই এই নোট সাধারণ মানুষের হাতে পৌঁছাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এই নতুন নোটে কোনো ব্যক্তির ছবি নেই। বরং দুই পাশে ফুটে উঠেছে বাংলাদেশের ঐতিহাসিক ও প্রাকৃতিক নিদর্শন। নোটটির এক পাশে স্থান পেয়েছে জাতীয় ঐতিহ্যবাহী স্থাপনা, অপর পাশে সাংস্কৃতিক উপাদান। এর মাধ্যমে দেশকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করার পাশাপাশি জনগণের মধ্যে ইতিহাসচেতনা জাগানোর প্রয়াস নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “২০ টাকার নতুন নোটসহ ৫০ ও ১০০ টাকার নোট বাজারে ছাড়া হবে ঈদের আগে। প্রতিটি নোটে থাকবে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর।”