সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে। সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে পিএসসির জনসংযোগ শাখা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
২০২১ সালের এই বিসিএস পরীক্ষায় মোট ১ হাজার ৭১০টি ক্যাডার পদের বিপরীতে ফল প্রকাশ করা হয়েছে। তবে কারিগরি ও পেশাগত ক্যাডারে উপযুক্ত প্রার্থী না পাওয়ায় ২০টি পদে কোনো মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেক প্রার্থী লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলেও সকলকে ক্যাডার পদে মনোনয়ন দেওয়া যায়নি। যেসব প্রার্থী ক্যাডার পদে মনোনয়ন পাননি, তাদেরকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সরকারের কাছ থেকে অনুমোদন সাপেক্ষে মেধাক্রম ও প্রচলিত বিধি অনুসারে পর্যায়ক্রমে সুপারিশ করা হবে।
প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd)।