দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Bangladeshi youth killed in South Africa

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে প্রাণ হারিয়েছেন কামরুল ইসলাম (৩৩) নামে এক বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার (বাংলাদেশ সময় রাত ৯টা) দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশে এ ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাহপুর গ্রামের বাসিন্দা। তিনি পরিবারে পাঁচ ভাই-বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন।

জীবিকার তাগিদে প্রবাসে, শেষ হলো করুণ পরিণতিতে

কামরুল ইসলাম ১২ বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। প্রথমে একটি প্রতিষ্ঠানে চাকরি করলেও পরে নিজেই একটি দোকান খুলে ব্যবসা শুরু করেন। দীর্ঘদিনের পরিশ্রমে তিনি পরিবারে স্বচ্ছলতা এনেছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে কামরুলের দোকানে হানা দেয় দুই অস্ত্রধারী ডাকাত। ক্যাশবাক্সের নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে তারা। এরপর আরও অর্থের সন্ধানে কামরুলকে দোকানের বাইরে তার গাড়ির কাছে নিয়ে যায়। সেখানেই বাকবিতণ্ডার একপর্যায়ে এক ডাকাত তাকে গুলি করে। গুলিটি কামরুলের বুকে লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

কামরুলের ছোট ভাই কামরুজ্জামান জানান, তাদের পরিবারে সবচেয়ে বড় হওয়ায় তিনিই সংসারের হাল ধরেছিলেন। কয়েক মাস পর দেশে ফিরে বিয়ের পরিকল্পনা ছিল তার। ইতোমধ্যে পরিবারের সদস্যরা তার জন্য পাত্রীও ঠিক করছিলেন। কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তিনি আরও জানান, কামরুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহায়তা প্রয়োজন।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, নিহত কামরুলের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। মরদেহ দেশে আনার বিষয়ে পরিবার থেকে কোনো সহায়তা চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিরা প্রায়ই ডাকাতির শিকার হন। অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটে। নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা। কামরুল ইসলামের মৃত্যু সেই আতঙ্ককে আরও বাড়িয়ে তুলেছে।