যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পাল্টা হিসেবে চীন বড় ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানায়, সব ধরনের মার্কিন পণ্যের ওপর রপ্তানি শুল্ক ৮৪ শতাংশে উন্নীত করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে জানানো হয়, নতুন এই শুল্ক আগামীকাল ১০ এপ্রিল থেকে কার্যকর হবে। এর আগে, ২ এপ্রিল ট্রাম্প এক ঘোষণায় চীনের ওপর ৩৪ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেন। পরদিনই বেইজিং সমপরিমাণ শুল্ক দিয়ে জবাব দেয়।
ট্রাম্প ৭ এপ্রিল ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দিয়ে বলেন, চীন যদি ৮ এপ্রিলের মধ্যে শুল্ক প্রত্যাহার না করে, তবে সব চীনা পণ্যে আরও ৫০ শতাংশ শুল্ক বাড়ানো হবে।
চীন স্পষ্ট জানিয়ে দেয়, তারা ট্রাম্পের হুমকিতে বিচলিত নয় এবং ‘অর্থনৈতিক উৎপীড়নের’ বিরুদ্ধে প্রতিরোধে প্রস্তুত।
ফলাফলস্বরূপ, আজ ৯ এপ্রিল থেকে চীনের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে ১০৪ শতাংশ এবং চীনও একই দিনে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক ৮৪ শতাংশে উন্নীত করেছে।
ট্রাম্পের ঘোষণায় জানা যায়, ১২টি দেশের ওপর মৌলিক ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের রপ্তানি পণ্যে শুল্ক ধার্য হয়েছে ৩৭ শতাংশ, যা রপ্তানিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।