ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স: ঘোষণা ম্যাক্রোর

France to recognize Palestine as an independent state

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানাল ফ্রান্স। আগামী কয়েক মাসের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে দেশটি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানান বলে সিটিভি নিউজ জানিয়েছে।

ম্যাক্রো বলেন, “মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফ্রান্স এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে চায়।”

জানা গেছে, আগামী জুনে সৌদি আরবে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সম্মেলনেই এ সিদ্ধান্ত চূড়ান্ত করতে চায় ফ্রান্স। সম্মেলনে কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবে দেশটি।

বিশ্লেষকরা বলছেন, ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে তা আন্তর্জাতিক অঙ্গনে বড় বার্তা দেবে এবং সংকট সমাধানে গতি আনবে। বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪৬টি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইতোমধ্যে স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়ার মতো দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সের যুক্ত হওয়া মানেই এই স্বীকৃতির পরিসর আরও বিস্তৃত হবে।

বিশ্ব সম্প্রদায় এখন ফ্রান্সের এই সিদ্ধান্তের দিকে তাকিয়ে, যা আগামী মাসগুলোতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।