লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ক্লাবের সঙ্গে তার চুক্তি ২০২৭ সাল পর্যন্ত নবায়ন করেছেন, যা তার ভবিষ্যৎ নিয়ে চলমান জল্পনার অবসান ঘটিয়েছে। ৩২ বছর বয়সী এই মিশরীয় ফুটবলার ২০১৭ সালে এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেন এবং এখন পর্যন্ত ক্লাবের হয়ে ৩৯৪ ম্যাচে ২৪৩ গোল করে ক্লাবের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সালাহ বলেন, “আমি খুবই উচ্ছ্বসিত। আমাদের এখন একটি দুর্দান্ত দল রয়েছে। আমি এখানে আমার সেরা বছরগুলো কাটিয়েছি এবং আশা করি আরও সাফল্য অর্জন করতে পারব।”
চলতি মৌসুমে সালাহ ৩২টি গোল করেছেন এবং প্রিমিয়ার লিগে ২৭ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে রয়েছেন। লিভারপুল বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে, হাতে রয়েছে আরও সাতটি ম্যাচ।
সৌদি প্রো লিগের ক্লাবগুলোর আগ্রহ থাকা সত্ত্বেও সালাহ লিভারপুলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, যা ক্লাবের সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর। ম্যানেজার আর্নে স্লট বলেন, “সালাহ ক্লাবের জন্য অমূল্য সম্পদ এবং তার চুক্তি নবায়ন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এই চুক্তি নবায়নের মাধ্যমে সালাহ লিভারপুলে তার ক্যারিয়ারের একটি নতুন অধ্যায় শুরু করলেন, যেখানে তিনি আরও সাফল্য অর্জনের লক্ষ্যে এগিয়ে যাবেন।