ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে রাজধানী ঢাকায় আগামী শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক এক বিশাল গণজমায়েত। সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’। বিকাল ৩টায় শুরু হবে এ কর্মসূচি।
এতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। আয়োজক সংগঠন জানিয়েছে, “এই প্রথম দেশের সকল রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে ফিলিস্তিনিদের প্রতি এক কাতারে সংহতি জানাতে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হবেন।”
বিশ্বব্যাপী ইউরোপ-আমেরিকা সহ বিভিন্ন দেশে শান্তিপ্রিয় মানুষজন গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে রাজপথে নেমে আসছে। বাংলাদেশেও গত কয়েক মাস ধরে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোর উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি চলমান রয়েছে। এই ধারাবাহিকতায়ই এই বৃহৎ সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
অংশগ্রহণকারীদের জন্য ৫টি নির্ধারিত প্রবেশপথ:
সারাদেশ থেকে আগত মিছিলগুলো যাতে সুশৃঙ্খলভাবে সমাবেশস্থলে পৌঁছাতে পারে, সে জন্য আয়োজকেরা রাজধানীর বিভিন্ন দিক থেকে আগত মিছিলের জন্য পাঁচটি প্রবেশপথ নির্ধারণ করেছেন—
১. বাংলা মোটর দিক থেকে: শাহবাগ হয়ে রমনা গেট।
২. কাকরাইল মোড় থেকে: মৎস্য ভবন হয়ে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট গেট।
৩. গুলিস্তান দিক থেকে: দোয়েল চত্বর হয়ে টিএসসি গেট।
৪. বকশীবাজার মোড় থেকে: শহীদ মিনার হয়ে টিএসসি গেট।
৫. নীলক্ষেত মোড় থেকে: ভিসি চত্বর হয়ে টিএসসি গেট।
ইসলামী সংগঠনের আহ্বান
খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামিক সংগঠন এ কর্মসূচিতে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা আশা প্রকাশ করেছে, দেশব্যাপী লাখো মানুষ শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে অংশ নিয়ে ফিলিস্তিনিদের প্রতি তাদের একাত্মতা প্রকাশ করবে।
এ আয়োজনকে কেন্দ্র করে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। আয়োজকেরা অংশগ্রহণকারীদের নিয়ম মেনে, শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।