লিসবনে নথি জালিয়াতির অভিযোগে দুই বাংলাদেশি গ্রেপ্তার

Two Bangladeshis arrested in Portugal

পর্তুগালের রাজধানী লিসবনে নথি জালিয়াতি ও মিথ্যাচারের অভিযোগে পুলিশের অভিযানে দুইজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সন্ত্রাসবাদ ও সংগঠিত অপরাধ দমনে নিয়োজিত জাতীয় ইউনিট (UNIC – Unidade Nacional de Combate ao Terrorismo e Criminalidade Organizada) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, সন্দেহভাজনরা ২০২০ সাল থেকে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তারা মূলত অবৈধ অভিবাসীদের নানান কৌশলে বৈধকরণে সহায়তা করতেন, যার মধ্যে ছিল নকল কর্মসংস্থান চুক্তি, ভুয়া আবাসিক শংসাপত্র ও অন্যান্য জাল নথিপত্র তৈরির মতো গুরুতর অপরাধ।

UNIC আরও জানায়, একাধিক অভিযান চালিয়ে অবশেষে রাজধানী লিসবনের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। তদন্তে উঠে এসেছে, শত শত অভিবাসীর কাছ থেকে “সেবার” নামে তারা প্রায় ২ লাখ ইউরো অর্থ আদায় করেছে, যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি টাকারও বেশি। জালিয়াত চক্রটি এসব ভুয়া নথির মাধ্যমে বহু অভিবাসীর বৈধতা প্রক্রিয়ায় সহায়তা করেছে বলে অভিযোগ।

গ্রেপ্তার হওয়া দুই বাংলাদেশির বয়স যথাক্রমে ৫৬ ও ৪৮ বছর। তারা প্রায় তিন বছর ধরে পর্তুগালে বসবাস করছিলেন। ইতোমধ্যে তাদের বিরুদ্ধে পর্তুগালের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।

পর্তুগালে বসবাসকারী এক অভিজ্ঞ বাংলাদেশি প্রবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, “ডানপন্থী সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমাদের কমিউনিটির প্রতি নজরদারি বেড়েছে। এরমধ্যে এই ধরনের জালিয়াতির ঘটনা আমাদের পুরো কমিউনিটিকে হুমকিতে ফেলছে। কিছু লোভী প্রবাসীর কাজের দায় সবাইকে নিতে হচ্ছে।”

উল্লেখ্য, পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে এর আগেও নথি জালিয়াতির অভিযোগ উঠেছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিবাসনপ্রক্রিয়াকে আরও কঠোরভাবে পর্যবেক্ষণ করছে।