বাংলাদেশের আহ্বান: ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করুন

Press Secretary to the Chief Advisor

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকার। একইসঙ্গে, প্রতিবেশী ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যেকোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি।’

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার মুসলিম জনগণের ওপর হামলা এবং তাঁদের জানমালের নিরাপত্তাহানির ঘটনাকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। ‘আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই,’ বলেন শফিকুল।

ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াক্‌ফ আইন নিয়ে চলমান বিক্ষোভ সহিংস রূপ নেয়। এই সহিংসতা মুর্শিদাবাদ ছাড়াও মালদহ, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলায় ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ, ইটপাটকেল নিক্ষেপ এবং অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

বাংলাদেশ সরকার বলেছে, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় তারা সবসময় দায়বদ্ধ, এবং সেই নীতিতেই প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রেও একই প্রত্যাশা রাখে।

এ ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ওপর কোনো বিরূপ প্রভাব না পড়লেও, পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে উভয়পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছে ঢাকা।