শেষ মুহূর্তের পেনাল্টিতে নাটকীয় জয় বার্সেলোনার! | বার্সেলোনা ৪:৩ সেল্তা ভিগো

Barcelona vs Celta Vigo

লা লিগার শিরোপা দৌড়ে টিকে থাকতে হলে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না বার্সেলোনার সামনে। ক্যাম্প ন্যুতে সেল্তা ভিগোর বিপক্ষে হোম ম্যাচে একসময় ৩-১ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি কাতালানরা। রাফিনিয়ার জোড়া গোল ও শেষ মুহূর্তের পেনাল্টিতে অবিশ্বাস্যভাবে ৪-৩ গোলে জয় ছিনিয়ে নেয় জাভি হার্নান্দেজের দল, শিরোপার আশাও বাঁচিয়ে রাখে।

ম্যাচের ১২তম মিনিটেই ফরোয়ার্ড ফেরান তোরেসের নিখুঁত ফিনিশিংয়ে ১-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের নিয়ন্ত্রণ তখন কাতালানদের হাতে। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় সেল্তা ভিগো। ২১ ও ৩৭ মিনিটে টানা দুই গোল করে হ্যাটট্রিক শুরুর ভিত্তি তৈরি করেন স্ট্রাইকার ইগলেসিয়াস। প্রথমার্ধ শেষে বার্সা ২-১ গোলে পিছিয়ে।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে আবারও লক্ষ্যভেদ করেন ইগলেসিয়াস — পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। স্কোরলাইন তখন ৩-১, দর্শকদের মধ্যে হতাশা, আর ডাগআউটে চিন্তার ভাঁজ। তবে এরপরই শুরু হয় কাতালান রূপকথার গল্প। ৭৩ মিনিটে রাফিনিয়ার নিখুঁত শটে গোল ব্যবধান কমে দাঁড়ায় ৩-২। মাত্র ৪ মিনিট পর, দানি অলমো দুর্দান্ত এক টাচে বল জালে পাঠিয়ে সমতা ফেরান (৩-৩)। ম্যাচের শেষ মিনিটে প্রতিপক্ষের হ্যান্ডবলে বার্সা পায় পেনাল্টি। স্পট কিক থেকে রাফিনিয়া গোল করে জয় নিশ্চিত করেন ৯০তম মিনিটে। গোটা স্টেডিয়াম তখন আনন্দের বন্যায় ভাসে।

বিষয়বার্সেলোনাসেল্তা ভিগো
গোল
বল দখল৬৪%৩৬%
শট অন টার্গেট
পাস সফলতা৮৯%৭৬%
কর্নার

এ জয়ের ফলে শিরোপা দৌড়ে আবারও নিজেদের শক্ত অবস্থানে রাখল বার্সা। রিয়াল মাদ্রিদ যদি আগামী ম্যাচে জেতে, তাহলে পয়েন্ট ব্যবধান থাকবে চারেই—তবে বার্সা জানে, সব ম্যাচ জিতলে শিরোপা তাদের হাতেই।