লা লিগার শিরোপার দৌড়ে এক ইঞ্চিও ছাড় দিতে রাজি নয় বার্সেলোনা। প্রতিটি ম্যাচ এখন যেন ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ। সেই বাস্তবতা মাথায় রেখেই গতকাল রাতে মায়োর্কাকে ১-০ গোলে হারিয়েছে কাতালান জায়ান্টরা। দ্বিতীয়ার্ধের শুরুতে নির্ধারক গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো।
এই জয়ে বার্সেলোনা পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। ৩৩ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট এখন ৭৬, যা দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট বেশি। তবে আজ রাতে হেতাফের বিপক্ষে জয় পেলে রিয়াল এই ব্যবধান ৪ পয়েন্টে নামিয়ে আনতে পারবে।
আগামী ১১ মে লা লিগার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাবেউতে অনুষ্ঠিত হতে যাওয়া এই এল ক্লাসিকো হয়তো শিরোপা নির্ধারণ করে দেবে। বার্সা যদি ম্যাচটি জেতে, তাহলে শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যাবে। আর রিয়াল জিতলে শিরোপার লড়াই শেষ পর্যন্ত জমে থাকবে।
রিয়াল যদি হেতাফে (২৩ এপ্রিল) ও সেল্তা ভিগো (৪ মে) ম্যাচ জেতে: পয়েন্ট হবে ৭৫ (৩৪ ম্যাচে)
বার্সা যদি ভায়াদোলিদকে (৩ মে) হারায়: পয়েন্ট হবে ৭৯ (৩৪ ম্যাচে)
এরপর এল ক্লাসিকো জিতলে বার্সার পয়েন্ট হবে ৮২ (৩৫ ম্যাচে), যা রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে
১৫ মে কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে জয় পেলেই ৩৬ ম্যাচে পয়েন্ট হবে ৮৫ — শিরোপা নিশ্চিত
একচ্ছত্র দাপট, কিন্তু একটাই গোল
মায়োর্কার বিপক্ষে বার্সার স্কোরলাইন ১-০ হলেও মাঠের পারফরম্যান্সে ছিল একতরফা আধিপত্য। ৭৮ শতাংশ বল দখলে রেখে বার্সেলোনা নেয় ৪০টি শট, যার মধ্যে ১২টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, মায়োর্কা মাত্র ৪টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি। প্রথমার্ধের শেষ দিকে তারা একটি গোল করেছিল, তবে সেটি অফসাইডের কারণে বাতিল হয়।
ম্যাচ শেষে বার্সা কোচ হান্সি ফ্লিক বলেন,
“৪০টি শট নেওয়া অবিশ্বাস্য। সব শট লক্ষ্যে না হলেও আমরা অসাধারণ খেলেছি। প্রচুর সুযোগ তৈরি করেছি। গোল হয়তো বেশি হয়নি, তবে আমরা গোলও খাইনি। দলটি আজ যেভাবে খেলেছে, সেটি প্রশংসার দাবিদার।”