দেশের স্বর্ণবাজারে লাগাতার ঊর্ধ্বমুখী প্রবণতা থামার নাম নিচ্ছে না। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সদ্য জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার (২৪ এপ্রিল) থেকে ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ভরিতে দাঁড়াচ্ছে ১,৭৭,৮৮৮ টাকা—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায়ই দাম বেড়েছে ভরিতে ৫,৩৪২ টাকা।
গতকাল সোমবার রাতেই ভরিতে ৪,৭১৩ টাকা বেড়ে ২২ ক্যারেট সোনা ১,৭২,৫৪৬ টাকায় উঠেছিল; মাত্র একদিনের ব্যবধানে রেকর্ডটি ভেঙে গেল। চলতি এপ্রিল মাসে বাজুস মোট আটবার মূল্য সমন্বয় করেছে— ছয়বার বেড়েছে, দু’বার কমেছে— যার মধ্যে শুধু শেষ দুই দিনেই বাড়ল ভরিতে ১০,০০০ টাকা এরও বেশি।
ক্যারেট | বর্তমান দাম (২৩ এপ্রিল পর্যন্ত) | নতুন দাম (২৪ এপ্রিল থেকে) | বাড়ল |
---|---|---|---|
২২ ক্যারেট | ১,৭২,৫৪৬ ৳ | ১,৭৭,৮৮৮ ৳ | + ৫,৩৪২ ৳ |
২১ ক্যারেট | ১,৬৪,৬৯৬ ৳ | ১,৬৯,৮০৫ ৳ | + ৫,১০৯ ৳ |
১৮ ক্যারেট | ১,৪১,১৬৯ ৳ | ১,৪৫,৫৪৩ ৳ | + ৪,৩৭৪ ৳ |
সনাতন | ১,১৬,৭৮০ ৳ | ১,২০,৫১৩ ৳ | + ৩,৭৩৩ ৳ |