সন্তানকে মার্কিন নাগরিকত্ব দেওয়ার একমাত্র উদ্দেশ্যে পর্যটন ভিসা ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ এক ঘোষণায় জানিয়েছে, ‘বার্থ টুরিজম’ নামে পরিচিত এই অনুশীলন রোধে এখন থেকে আরও কঠোরভাবে ভিসা আবেদন যাচাই করা হবে।
বৃহস্পতিবার এক পোস্টে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “কোনও ভিসা আবেদনকারী যদি শুধু সন্তানের নাগরিকত্ব পাওয়ার জন্য পর্যটন ভিসার আবেদন করেন, তাহলে তার আবেদন বাতিল করা হবে।” এতে আরও উল্লেখ করা হয়, এই ধরনের আবেদনগুলো কনস্যুলার অফিসারদের নির্দেশনা অনুযায়ী সরাসরি নামঞ্জুর করা হবে।
মার্কিন সরকারের মতে, এটি শুধু অবৈধ একটি উদ্দেশ্যই নয়, বরং এতে করে মার্কিন করদাতাদের অর্থে নবজাতকের চিকিৎসা ব্যয়ও বহন করতে হয়, যা গ্রহণযোগ্য নয়। টুইটারে এক বিবৃতিতে বলা হয়, “It is unacceptable for foreign parents to use a U.S. tourist visa for the primary purpose of giving birth in the United States to obtain citizenship for the child…”
যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে বলা আছে, দেশটিতে জন্মগ্রহণকারী প্রতিটি শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পায়। এই সুযোগকে কাজে লাগাতে অনেক বিদেশি নাগরিক পর্যটন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে সন্তান জন্ম দিচ্ছেন—যা নিয়ন্ত্রণে এখন আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে মার্কিন প্রশাসন।
বিশেষজ্ঞদের মতে, এই নতুন নীতির ফলে চীন, রাশিয়া ও নাইজেরিয়ার মতো দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা পাওয়া আরও কঠিন হয়ে উঠতে পারে, কারণ এই দেশগুলোর নাগরিকদের মধ্যে ‘জন্ম পর্যটন’ প্রবণতা তুলনামূলকভাবে বেশি।
তবে মার্কিন কর্তৃপক্ষ স্পষ্ট করে বলেছে, বৈধ উদ্দেশ্যে যারা পর্যটন ভিসার জন্য আবেদন করবেন, তাদের এই বিধিনিষেধের আওতায় আনা হবে না। শুধুমাত্র সন্তানের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্য থাকলে সেই আবেদন কঠোরভাবে খতিয়ে দেখা হবে।
এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র অভিবাসন আইনের আরও দৃঢ় প্রয়োগ এবং দেশের জনগণ ও করদাতাদের সুরক্ষা নিশ্চিত করার অংশ হিসেবে দেখছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।