লিবিয়ায় ২৭ বাংলাদেশিকে জিম্মি: মূল হোতা জাহিদ র‌্যাবের জালে

libya hostage bangladeshi rab arrest

লিবিয়ায় ২৭ বাংলাদেশিকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনায় জড়িত মূল হোতা জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে RAB-৫। বৃহস্পতিবার রাতে নওগাঁর রানীনগর উপজেলার সিংগারাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার জাহিদ হোসেন (২৭) দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে যুক্ত। ভুক্তভোগী ইয়াকুব আলী (৩৮) দেশে ফিরে মামলা করলে সেই অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। ইয়াকুব কুড়িগ্রাম সদর উপজেলার ভোগরায় গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এক সংবাদ সম্মেলনে জানান, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে জাহিদ ইয়াকুবকে ইতালিতে ভালো চাকরির প্রলোভন দেখান। চুক্তি হয় ২০ লাখ টাকায়। ৫ লাখ টাকা অগ্রিম নিয়ে ইয়াকুবসহ ২৬ জনকে দুবাই পাঠানো হয়। সেখান থেকে তাদের নাইজার, আলজেরিয়া হয়ে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়।

লিবিয়ায় পৌঁছানোর পর সবাইকে একটি বাড়িতে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয় এবং ভয়ংকর ভিডিও পাঠিয়ে ভয় দেখানো হয়। ইয়াকুবের পরিবারের কাছ থেকে ৩৫ লাখ টাকা আদায় করে চক্রটি।

গণমাধ্যমে খবর প্রচার ও লিবিয়ায় বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে অবশেষে তারা উদ্ধার হন। দেশে ফিরে ইয়াকুব মামলা করলে র‌্যাব অভিযান চালিয়ে জাহিদকে গ্রেফতার করে।

র‌্যাব জানিয়েছে, জাহিদ তার অপরাধ স্বীকার করেছেন এবং আরও জানায়, তিনি বিদেশগামীদের টার্গেট করে এভাবে প্রতারণা ও মানবপাচার করতেন। চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।