এটা কি শুধু কোপা দেল রে ফাইনাল? নাকি এক রক্তগরম এল ক্লাসিকোর নতুন সংজ্ঞা? রোমাঞ্চ, নাটক আর বিতর্কে মোড়ানো এক মহারণে শেষ হাসি হাসলো বার্সেলোনা!
তবে, থ্রিলারের যেন শেষ ছিল না। শেষ বাঁশি বাজার আগে রিয়াল ডিফেন্ডার রুডিগার রেফারির দিকে তেড়ে যান, মাঠে ছুঁড়ে মারার ঘটনাও ঘটে। রুডিগার ও পরে লুকাস ভাসকেজ লাল কার্ড দেখেন। রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়াকে ঘিরে সমালোচনার ঝড় ওঠে, বিশেষ করে বাতিল হওয়া পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে।
ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণাত্মক মনোভাব দেখা যায়। প্রথমার্ধের ২৮ মিনিটে বার্সাকে এগিয়ে দেন পেদ্রি। মাঝমাঠ থেকে ইয়ামালের দারুণ এক পাস ধরে পেদ্রি ডান পায়ে দুর্দান্ত শটে বল জড়ান জালে। এই গোলের পর বার্সা পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় খেলা, রিয়াল মাদ্রিদ কিছুটা এলোমেলো দেখা যায় প্রথমার্ধের বাকি সময়ে।
কিন্তু এল ক্লাসিকোতে শেষ বাঁশি বাজার আগে অনেক কিছু বদলে যেতে পারে, সেটা আবারও প্রমাণিত হলো। ম্যাচের ৮৪ মিনিটে ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে ফেরান তোরেস গোল করে আবার সমতা ফেরান, লামিনে ইয়ামালের পাস থেকে সুযোগটা দারুণ কাজে লাগান তিনি। ফলে নির্ধারিত সময়ের শেষে দুই দল ২-২ গোলে সমতায় থেকে অতিরিক্ত সময়ে যায় ম্যাচ।
অতিরিক্ত সময়েও যখন দুই দল গোলের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল, তখনই এল ক্লাসিকো নাটকে শেষ বড় মোচড়। রিয়ালের অভিজ্ঞ লুকা মদরিচ মাঝমাঠে বল হারানোর পর সুযোগ নেন কুন্দে। ডান পায়ের শক্তিশালী শটে গোল করে ১১৬ মিনিটে বার্সাকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এরপর আর রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াতে পারেনি। বরং হতাশা থেকে রিয়ালের বেঞ্চে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাঠে রেফারির দিকে ছোঁড়া বস্তু, রুডিগার ও লুকাস ভাসকেজের লাল কার্ড—সব মিলিয়ে ম্যাচের শেষ মুহূর্তগুলো হয়ে ওঠে বিশৃঙ্খল।
শেষ বাঁশি বাজার পর বার্সেলোনা খেলোয়াড়রা উদযাপন শুরু করে। মৌসুমে তিনটি এল ক্লাসিকোর তিনটিতেই জিতল বার্সা। লিগে ৪-০, সুপার কাপে ৫-২, আর এবার কোপা ফাইনালে ৩-২! রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই দাপুটে আধিপত্য যেন তাদের মৌসুমের সবচেয়ে বড় প্রাপ্তি।
৩২তম কোপা দেল রে শিরোপা বার্সেলোনার ট্রফি ক্যাবিনেটে যোগ হলো এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে। আর এল ক্লাসিকো মানে যে কেবল গোল আর জয় নয়, তাতে যে গল্প, নাটক আর বিতর্কও থাকে, লা কার্তোহায় সেই চেনা ছবিই আরও একবার ফুটে উঠলো।