বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজ হ্যাক করা হয়েছে। হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয় রোববার এক বিজ্ঞপ্তিতে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেইজটি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এর থেকে প্রকাশিত কোনো পোস্ট, বার্তা বা তথ্যকে বিশ্বাস না করার অনুরোধ জানানো হচ্ছে। একইসঙ্গে এসব পোস্ট শেয়ার না করতে এবং এতে কোনোভাবে সম্পৃক্ত না হওয়ারও আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। হ্যাক হওয়ার পর কিছু সময়ের জন্য পেইজ থেকে অননুমোদিত ও অপ্রাসঙ্গিক কনটেন্ট শেয়ার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “এই ফেসবুক পেইজটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম, যেখান থেকে নিয়মিত গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করা হয়। হঠাৎ এ ধরনের নিরাপত্তা বিঘ্নকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নাগরিকদেরকে মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রেস বিজ্ঞপ্তিসহ অন্যান্য যাচাইকৃত সূত্র ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।