সেল্তা ভিগোর বিপক্ষে রুদ্ধশ্বাস জয় রিয়াল মাদ্রিদের | Real Madrid vs Celta Vigo

Real Madrid vs Celta de Vigo

লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে প্রতিটি ম্যাচ এখন রিয়াল মাদ্রিদের জন্য ‘বাঁচা-মরার’। চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে থেকে ছিটকে যাওয়ার পর লস ব্ল্যাঙ্কোসদের সামনে একমাত্র ভরসা লা লিগা। এমনই এক সংকটময় পরিস্থিতিতে আজ রাতের ম্যাচে সেল্তা ভিগোর বিপক্ষে রুদ্ধশ্বাস এক জয় তুলে নিলো কার্লো আনচেলত্তির দল।

ম্যাচে রোমাঞ্চের কমতি ছিল না। একদিকে রিয়ালের প্রতিটি আক্রমণে যখন গোলের সম্ভাবনা, অন্যদিকে সেল্তার প্রত্যাবর্তনের লড়াই। তবে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল, আর সে জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের প্রথমার্ধেই বাজিমাত করেন তরুণ মিডফিল্ডার আরদা গুলের। ম্যাচের ৩৩তম মিনিটে ছোট কর্নার থেকে পাওয়া বলে বাঁকানো এক শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন তিনি। এরপর ৩৯তম মিনিটে পাল্টা আক্রমণে জোড়ালো শটে গোলরক্ষক গুইতাকে পরাস্ত করে রিয়ালের লিড বাড়ান কিলিয়ান এমবাপ্পে। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গুলেরের নিখুঁত থ্রু পাস থেকে বাঁ পায়ের ছোঁয়ায় নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরাসি তারকা।

৩-০ গোলে এগিয়ে গিয়ে রিয়াল মাদ্রিদ যখন স্বস্তিতে, তখনই ঘুরে দাঁড়ায় সেল্তা ভিগো। ৬৯তম মিনিটে কর্নার থেকে হাভি রদ্রিগেজ গোল করে ব্যবধান কমান। এরপর ৭৬তম মিনিটে ইয়াগো আসপাসের দুর্দান্ত পাসে গোল করেন উইলিওট সুইডবার্গ। স্কোরলাইন তখন ৩-২, ম্যাচের উত্তেজনা তুঙ্গে।

৭৮তম মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগও পেয়েছিল সেল্তা। তবে পাবলো দুরানের শট কোনোমতে রক্ষা করেন থিবো কোর্তোয়া। এরপর দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোল আর হয়নি।

এই জয়ে লিগ টেবিলে দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ব্যবধান বার্সেলোনার সঙ্গে কমে দাঁড়িয়েছে মাত্র চার পয়েন্টে। সামনে রয়েছে এল ক্লাসিকো, যে ম্যাচ হয়তো ঠিক করে দেবে এবারের লা লিগার শিরোপা কার ঘরে যাবে।

শিরোপা বাঁচাতে হলে সেই ম্যাচে জিততেই হবে রিয়াল মাদ্রিদকে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ‘মরণকামড়’ দিতে প্রস্তুত এমবাপ্পে-ভিনিসিউসরা।