আজাদ কাশ্মির ও পাকিস্তানের অন্যান্য অঞ্চলে ভারতের সাম্প্রতিক হামলার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, “গতকাল রাতে ভারত আমাদের ওপর হামলা চালিয়ে বড় ভুল করেছে। আগ্রাসনের জন্য তাদের মূল্য দিতে হবে।”
শেহবাজ শরীফ বলেন, “আমাদের চেয়ে অনেক বড় সেনাবাহিনী থাকা সত্ত্বেও ভারত আমাদের প্রতিরোধের মুখে দাঁড়াতে পারেনি। তাদের গৌরবের প্রতীক পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। আমাদের প্রতিক্রিয়া ছিল নির্দিষ্ট ও কার্যকর। আমরা এমন ক্ষত সৃষ্টি করেছি, যা সহজে সারবে না।”
প্রধানমন্ত্রী জানান, ভারতের হামলায় ২৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে সাত বছর বয়সী একটি শিশুও রয়েছে। তিনি বলেন, “শহীদদের রক্ত বৃথা যাবে না। প্রতিটি রক্তের ফোটা হিসেব করে বদলা নেওয়া হবে।”
তবে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের প্রধান লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, হামলায় নিহতের সংখ্যা ৩১ জনে পৌঁছেছে।
সীমান্তে ভারতের যুদ্ধবিমান ধ্বংস করায় পাকিস্তানি সেনাদের প্রশংসা করে শেহবাজ বলেন, “তারা তাদের সাহসিকতা ও পেশাদারিত্বের নজির রেখেছে। আমাদের সেনারা প্রমাণ করেছে কিভাবে একটি বিধ্বংসী জবাব দিতে হয়। তাদের বীরত্বের জন্য পুরো জাতি গর্বিত।”
ভারতের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে শেহবাজ বলেন, “ভারত হলো কাপুরুষ শত্রু, যারা নিরস্ত্র বেসামরিকদের ওপর হামলা চালায়। কিন্তু পাকিস্তান জানে কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়। এই জাতি একজোট হয়ে সশস্ত্র বাহিনীর পাশে আছে।”
তিনি আরও বলেন, ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরে হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সংশ্লিষ্টতা নেই। পাশাপাশি তিনি উল্লেখ করেন, “ভারত যা-ই করুক, কাশ্মিরের বাস্তবতাকে বদলাতে পারবে না।”
এই ভাষণের মাধ্যমে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।