ভারতের ক্ষেপণাস্ত্র ও সর্বশেষ ড্রোন হামলার পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়া দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে নিয়ে উদ্বেগ বেড়েছে।
এর আগে গতকাল বিসিবির কয়েকজন পরিচালকের সঙ্গে বৈঠকের পর বোর্ড সভাপতি ফারুক আহমেদ প্রথম আলোকে বলেছিলেন, রিশাদ ও নাহিদের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং তাঁরা দুজনই জানিয়েছেন—তাঁরা পাকিস্তানে ভালো আছেন। এমনকি আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে রিশাদ দুটি পোস্টে শান্তিপূর্ণ পরিবেশের ইঙ্গিতও দেন। একটি পোস্টে তিনি লেখেন, ‘সব ঠিকঠাক চলছে! প্রতিটি আনন্দের মুহূর্ত উপভোগ করছি।’ আরেক পোস্টে রাওয়ালপিন্ডির জিমে নাহিদের সঙ্গে একটি ছবিও দেন তিনি, যার ক্যাপশন ছিল—‘ভ্রাতৃত্ব’।
এসব পোস্ট দেখে ধারণা করা হচ্ছিল যে রিশাদ ও নাহিদ পাকিস্তানে নিরাপদেই আছেন। কিন্তু পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায় যখন আজ ভারতের ড্রোন হামলায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশের ফুড স্ট্রিটে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে আজকের ম্যাচ স্থগিত করা হয় এবং কালকের ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে পিএসএলে থাকা বিদেশি ক্রিকেটারদের মধ্যে। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, রিশাদ ও নাহিদ বিসিবিকে তাঁদের দেশে ফেরার ইচ্ছা জানিয়েছেন এবং বিসিবি দ্রুত তাঁদের নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করছে।
এদিকে পিসিবির মুখপাত্র আমির মীর জানান, “আকাশসীমা–সংক্রান্ত জটিলতার কারণে বিদেশি ক্রিকেটারদের এখন পাকিস্তান ছাড়ার সুযোগ নেই। তবে তাঁরা সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছেন।”