ভারত-পাকিস্তান সংঘাতের জেরে IPL ২০২৫ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ipl-2025 suspended india-pakistan conflict

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার জেরে চলতি আসরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)-এর একটি সূত্র শুক্রবার হিন্দুস্তান টাইমস-কে এই তথ্য নিশ্চিত করেছে।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তান ভারতের জম্মু ও সীমান্তবর্তী অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর ফলে ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের আলো নিভিয়ে দেওয়া হয় এবং খেলা বন্ধ করে দেওয়া হয়। ধর্মশালা স্টেডিয়াম পাঠানকোট থেকে মাত্র ১০০ কিলোমিটারের কম দূরে অবস্থিত—যেখানে হামলার পর এয়ার রেইড সতর্কতা জারি করা হয়।

হিন্দুস্তান টাইমস-কে দেওয়া বক্তব্যে বিসিসিআই সূত্র জানায়,
“আমরা আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। খেলোয়াড়দের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। জাতীয় স্বার্থ মাথায় রেখেই আমরা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। টুর্নামেন্ট পরে শুরু করা যাবে কি না, এবং কবে শুরু করা হবে, তা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ইএসপিএনক্রিকইনফো-র তথ্য অনুযায়ী, বিসিসিআই শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। বোর্ড সভাপতি অরুণ ধুমাল, সচিব দেবজিৎ সাইকিয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ফোনে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেন। ইতোমধ্যে সব ফ্র্যাঞ্চাইজিকে সিদ্ধান্তটি জানানো হয়েছে এবং খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিজ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

ধর্মশালায় পাঞ্জাব-দিল্লি ম্যাচে প্রথম ইনিংস চলাকালীন খেলা বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি ধর্মশালা এবং আশপাশের বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়।

আজ সকালে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বিশেষ ট্রেনের মাধ্যমে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের খেলোয়াড়দের দিল্লিতে স্থানান্তর করা হয়েছে। ক্রিকবাজ-এর প্রতিবেদন অনুযায়ী, এই স্থানান্তর প্রক্রিয়াটি সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে পরিচালিত হয়। হোটেল থেকে সরাসরি বাসে করে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয় খেলোয়াড়দের, তবে কোথা থেকে ট্রেনে উঠতে হবে—তা আগেই জানানো হয়নি।

দেশজুড়ে নিরাপত্তা শঙ্কা ও খেলোয়াড়দের সুরক্ষা বিবেচনায় এই সিদ্ধান্ত আইপিএল ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে রইল।