শক্তের ভক্ত, নরমের জম: যুদ্ধাবস্থার মধ্যেও ওমানে মুখোমুখি ভারত-পাকিস্তান!

india-pakistan Beach handball

পাল্টাপাল্টি হামলা আর কূটনৈতিক উত্তেজনার মধ্যে চরম দুরাবস্থায় পৌঁছেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে বলেই অনেক বিশ্লেষকের মত। এমন এক সংকটপূর্ণ সময়ে একে অপরের মুখোমুখি হলো ভারত ও পাকিস্তান—তবে যুদ্ধক্ষেত্রে নয়, খেলার ময়দানে।

বৃহস্পতিবার ওমানের মাসকাটে এশিয়ান বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে একে অপরের বিরুদ্ধে খেলেছে দুই দেশের পুরুষ হ্যান্ডবল দল। ম্যাচে পাকিস্তান ভারতকে বড় ব্যবধানে হারিয়েছে ২-০ সেটে। প্রথম সেটে স্কোর ছিল ৩৪–৬, দ্বিতীয় সেটে ৩৬–৭। ভারতীয় দল একরকম পর্যুদস্তই ছিল প্রতিপক্ষের আক্রমণের সামনে।

এশিয়ান বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। রাজনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি সামরিক হামলা, এমনকি আইসিসি টুর্নামেন্টে এক গ্রুপে না রাখার আলোচনা যখন চলছে—ঠিক তখনই মাঠে দেখা হলো দুই দেশের হ্যান্ডবল দলের।

যেখানে সীমান্তে গর্জে উঠছে গোলা-বারুদ, সেখানে খেলাধুলায় অংশগ্রহণ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। ভারতের হ্যান্ডবল ফেডারেশনের (এইচএফআই) নির্বাহী পরিচালক আনন্দেশ্বর পান্ডে এ প্রসঙ্গে বলেন, “ম্যাচে অংশ না নিলে জরিমানা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হতো। তাই খেলতে বাধ্য হয়েছি।”

বর্তমান পরিস্থিতিতে ভারত-পাকিস্তান সম্পর্ক একেবারে তলানিতে। সামরিক উত্তেজনা ছাড়াও এশিয়া কাপ ক্রিকেট নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেকে বলছেন, ক্রীড়াঙ্গনও হয়তো রাজনীতির ছায়া এড়িয়ে যেতে পারছে না।

খেলাধুলা যেন থাকে সকল প্রকার রাজনীতির বাইরে। খেলোয়াড়রা হোক শান্তির বার্তাবাহক—যাদের পারস্পরিক শ্রদ্ধা ও প্রতিদ্বন্দ্বিতা উদযাপন করে একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন।