প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ-সংক্রান্ত গেজেট হাতে পাওয়ার পরই দলটির নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কার্টার সেন্টারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এক সাংবাদিক প্রশ্ন করলে সিইসি বলেন, “যখন দেখবেন আকাশে সূর্য উঠে গেছে, তখন পরিষ্কার হয়ে যাবে, অপেক্ষা করেন।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কোনো গুজব বা গণমাধ্যমে প্রকাশিত খবরে ভিত্তি করে সিদ্ধান্ত নেয় না। সরকার কর্তৃক প্রজ্ঞাপন জারি হলে নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে।
গত শনিবার অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ ও এর নেতাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়, যার আওতায় সাইবার স্পেসেও দলটির সব কর্মকাণ্ড বন্ধ করার ঘোষণা দেওয়া হয়।
সিইসি আরও বলেন, “আমরাও এটা নিয়ে কনসার্ন। বাট উই আর ওয়েটিং ফর দ্য গেজেট নোটিফিকেশন টু কাম।”
উল্লেখ্য, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিতে চাইলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। নির্বাচন কমিশন এ সংক্রান্ত সিদ্ধান্ত গেজেট অনুযায়ী গ্রহণ করে থাকে।