২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর থেকেই গুঞ্জন উঠেছিল, দলে আসতে পারে বড় পরিবর্তন। বহু নাটকীয়তা, আলোচনা এবং অপেক্ষার পর অবশেষে সেই গুঞ্জনেরই ইতি ঘটল। গতকাল রাতে আনুষ্ঠানিকভাবে জানানো হলো—ব্রাজিল জাতীয় ফুটবল দলের নতুন কোচ হচ্ছেন ইতালিয়ান কিংবদন্তি কার্লো আনচেলত্তি।
ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ, এসি মিলান, চেলসি, পিএসজির মতো ক্লাবে সফল সময় কাটানো এই কোচের হাত ধরেই ব্রাজিল ঘোচাতে চায় ২০০২ সালের পর বিশ্বকাপ জিততে না পারার দীর্ঘ ২৩ বছরের আক্ষেপ। আনচেলত্তির সঙ্গে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF) এর চুক্তি হয়েছে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।
আনচেলত্তিকে চুক্তি অনুযায়ী প্রতি মাসে প্রায় ৭ লাখ ডলার, অর্থাৎ ৮ কোটি ৫০ লাখ টাকার মতো বেতন দেওয়া হবে। বছরে আনচেলত্তির আয় দাঁড়াবে প্রায় ১০২ কোটি টাকা। শুধু তাই নয়, থাকছে পারফরম্যান্স বোনাসও। যদি তাঁর কোচিংয়ে ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ জিতে, তাহলে তিনি অতিরিক্ত ৫৫ লাখ ডলার, প্রায় ৬৬ কোটি টাকা বোনাস পাবেন।
আনচেলত্তি ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্থায়ীভাবে রিও ডি জেনিরোয় বসবাস করবেন। সেখানে তাঁকে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেওয়া হবে, যার সম্পূর্ণ ব্যয় বহন করবে সিবিএফ।
তাঁর পরিবার ও বন্ধু-বান্ধবরা ইউরোপে থাকায়, আনচেলত্তিকে আন্তর্জাতিক যাতায়াতের জন্য সিবিএফ দেবে একটি প্রাইভেট জেট। এছাড়া তাঁর জন্য থাকছে আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা ও জীবন বীমার সুবিধাও।
আনচেলত্তি আগামী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ নিয়ে বিস্তারিত কথা বলবেন। জানা গেছে, মায়োরকার বিপক্ষে লা লিগা ম্যাচের আগে তিনি মুখোমুখি হবেন সাংবাদিকদের। এরপর ২৬ মে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলে গিয়ে দলের দায়িত্ব নেবেন এই অভিজ্ঞ কোচ।
দায়িত্ব নেওয়ার পরপরই আনচেলত্তি ঘোষণা করবেন বিশ্বকাপ বাছাইপর্বে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিলের স্কোয়াড।
আনচেলত্তির হাত ধরে ব্রাজিল কি ফিরতে পারবে তাদের হারানো গৌরবে? সময়ই দেবে সেই উত্তর। তবে নিঃসন্দেহে, বিশ্ব ফুটবল নতুন করে তাকিয়ে থাকবে ব্রাজিলের দিকে।