বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও মাঠে নামছেন পাকিস্তান সুপার লীগে (পিএসএল)। চলতি আসরে তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। পিএসএলের একটি ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার জেরে কিছুদিন আগে পিএসএলের খেলা স্থগিত হয়ে যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টটি। তবে পুনরায় আয়োজিত এই পর্বে অনেক বিদেশি ক্রিকেটার অংশ নিতে পারছেন না, যার ফলে ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন করে খেলোয়াড় অন্তর্ভুক্ত করছে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে লাহোর কালান্দার্স এবার সাকিবকে অন্তর্ভুক্ত করেছে তাদের স্কোয়াডে। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও অলরাউন্ড দক্ষতার কারণে সাকিবকে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করছে দলটি।
পিএসএলে এর আগে ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে করেছেন ১৮১ রান, গড় ১৬.৩৬ এবং স্ট্রাইক রেট ১০৭.১৪। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৮টি উইকেট, ইকোনমি রেট ৭.৩৯।
সাকিবের অন্তর্ভুক্তি লাহোর কালান্দার্সের জন্য বড় শক্তি হয়ে উঠবে বলে ধারণা করছেন ক্রিকেট বিশ্লেষকরা। পিএসএলের পরবর্তী ম্যাচগুলোতে তার অভিজ্ঞতা ও অলরাউন্ড পারফরম্যান্স দলের জন্য বাড়তি প্রেরণা জোগাবে।