‘অপারেশন সিঁদুর’ চালানোর আগে পাকিস্তানকে জানানো হয়েছিল

Operation Sindur India Pakistan War

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের এক সাম্প্রতিক বক্তব্য ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, পাকিস্তানের ভেতরে ‘সন্ত্রাসী অবকাঠামো’তে হামলা চালানোর আগে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে পাকিস্তানকে অবহিত করা হয়েছিল। তার এই ‘স্বীকারোক্তির’ পরপরই বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলো সরব হয়েছে এবং সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছে।

প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, “হামলার আগে পাকিস্তানকে জানানো ছিল অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন ভারত সরকার এটি করেছে। কে এটির অনুমোদন দিয়েছেন? এর কারণে আমাদের বিমানবাহিনী কতগুলো বিমান হারিয়েছে?” তিনি আরও বলেন, “এটি আমাদের সেনাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে।”

রাহুল গান্ধী তার এক্স পোস্টে জয়শঙ্করের বক্তব্যের একটি ভিডিও-ও প্রকাশ করেন। সেই ভিডিওতে পররাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা যায়, “অপারেশনের শুরুতে আমরা পাকিস্তানকে একটি বার্তা পাঠিয়ে বলি, ‘আমরা সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালাচ্ছি এবং আমরা পাক সেনাদের কিছু করব না।’ এতে পাক সেনাদের দূরে থাকার সুযোগ ছিল, কিন্তু তারা তা গ্রহণ করেনি।”

এদিকে সরকারের পক্ষ থেকে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) দাবি করেছে, জয়শঙ্কর এ ধরনের কিছু বলেননি এবং তার বক্তব্যকে ‘ভুলভাবে প্রচারিত’ করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার বক্তব্য প্রত্যাখ্যান করেনি।

এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে আম আদমি পার্টিও। রাজ্যসভার এমপি সঞ্জয় সিং বলেছেন, “যখন একজন পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে বলেন যে পাকিস্তানকে আগেই জানানো হয়েছে, তখন এটি ভারত এবং আমাদের সেনাবাহিনীর সঙ্গে বেঈমানির সমান। এটি ক্ষমার অযোগ্য ও অভূতপূর্ব একটি কাজ।”

তিনি আরও বলেন, “এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উত্তর দিতে হবে—এটি কি উচ্চপর্যায়ের নির্দেশ ছিল? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অতীতে যা বলেছিলেন, তা কি সত্যি? জনগণের জানার অধিকার রয়েছে এবং সরকারকে এটি পরিষ্কার করতে হবে।”

বিরোধী দলগুলো বলছে, সরকার যদি সত্যিই অপারেশনের আগে পাকিস্তানকে সতর্ক করে থাকে, তবে সেটি ছিল ‘সেনাবাহিনীর আত্মত্যাগের প্রতি চরম অবজ্ঞা’। তারা দাবি জানিয়েছে, এ ঘটনার পূর্ণ তদন্ত হোক এবং যারা জড়িত তাদের জবাবদিহির আওতায় আনা হোক।