বিএনপির নগর ভবন আন্দোলন ‘গায়ের জোরে’: আসিফ মাহমুদের মন্তব্য

bnp nagor bhaban andolon asif mahmud comment

নগর ভবন অবরোধ করে বিএনপির চলমান আন্দোলনকে ‘গায়ের জোরে আদায়’ করার প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ সোমবার বিকেলে ফেসবুক পোস্টে তিনি বলেন, “উচ্চ আদালতে বিচারাধীন বিষয় ও একাধিক আইনি জটিলতা নিরসন না করে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে মহানগর বিএনপি।”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে ষষ্ঠ দিনের মতো ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। মূল ফটকে তালা লাগিয়ে তারা দাবি করছেন— আদালতের রায় ও গেজেট প্রকাশের পরও ইশরাক শপথ নিতে পারছেন না উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপের কারণে।

আসিফ মাহমুদ তাঁর পোস্টে মেয়র হিসেবে শপথ গ্রহণ বিলম্বের ১০টি আইনি ও প্রশাসনিক জটিলতার ব্যাখ্যা দেন। তিনি বলেন, “যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে আন্দোলনের মাধ্যমে দায়িত্ব আদায়ের এ কৌশল সিটি করপোরেশনের দৈনন্দিন কার্যক্রমে ব্যাঘাত ঘটাচ্ছে এবং জনদুর্ভোগ সৃষ্টি করছে।”

পোস্টে যুক্ত একটি ছবির প্রসঙ্গে উপদেষ্টা লেখেন, “ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে ইশরাক হোসেনের এই আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রমের কোনো কারণ খুঁজে পাচ্ছি না। গোয়েন্দা সংস্থার তথ্য মতে, বিএনপির দলীয় নেতা-কর্মীরাই এই কর্মসূচি বাস্তবায়ন করছে।”

তিনি আরও জানান, আইন মন্ত্রণালয়ের মতামত ও উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে জটিলতা নিরসনের পর ইশরাক হোসেনের শপথে কোনো বাধা থাকবে না।