আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের চারটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে টানা ভারী বর্ষণ এবং দেশের ভেতরে বিশেষ করে শেরপুরে গত চার দিনের থেমে থেমে বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে।
পাহাড়ি ঢলের কারণে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন নদীতে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।
আজ মঙ্গলবার থেকে আগামীকাল বুধবার দুপুর ১২টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বর্ষণ অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে। এতে পাহাড়ি ঢল এবং নদীর পানি আরও দ্রুত বাড়ার আশঙ্কা রয়েছে।
চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ওপরে
শেরপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, আজ সকাল ১০টায় চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেখানে গতকাল রাত ১০টায় এটি ছিল ৩৯ সেন্টিমিটার ওপরে। আজ ভোর থেকে মুষলধারে বৃষ্টি এবং উজানে অতিরিক্ত পানির চাপের কারণে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনীর রাডার চিত্রে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে একের পর এক বজ্রবৃষ্টি অতিক্রম করছে উত্তর-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে। এ চিত্র থেকে বোঝা যাচ্ছে, দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত শুরু হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের উপর দিয়ে একাধিক বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।