আজকের আবহাওয়ার খবর: ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

PortuBangla Ajker Abhawa khobor

দেশের ছয়টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বা দমকা বাতাস বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২০ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় এই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আগামী বুধবার ও বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।