আসন্ন ঈদুল আজহা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করলো বাংলাদেশ রেলওয়ে

Eid ul Azha 2025 Advance train ticket

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ শুক্রবার (২৩ মে) সকাল ৮টা থেকে ২ জুনের ট্রেনযাত্রার টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। যেসব যাত্রী ঈদের আগে ২ জুন ভ্রমণ করতে চান, তারা আজ থেকেই নিজেদের টিকিট সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগের যাত্রার অগ্রিম টিকিট নিম্নলিখিত তারিখ অনুযায়ী পাওয়া যাবে:

  • ৩ জুনের টিকিট: ২৪ মে
  • ৪ জুনের টিকিট: ২৫ মে
  • ৫ জুনের টিকিট: ২৬ মে
  • ৬ জুনের টিকিট: ২৭ মে

ঈদ পরবর্তী ফিরতি যাত্রার টিকিট বিক্রির সময়সূচি:

  • ৯ জুনের টিকিট: ৩০ মে
  • ১০ জুনের টিকিট: ৩১ মে
  • ১১ জুনের টিকিট: ১ জুন
  • ১২ জুনের টিকিট: ২ জুন
  • ১৩ জুনের টিকিট: ৩ জুন
  • ১৪ জুনের টিকিট: ৪ জুন
  • ১৫ জুনের টিকিট: ৫ জুন

যাত্রীদের সুবিধার্থে, পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হচ্ছে দুপুর ২টা থেকে। উল্লেখযোগ্য বিষয় হলো, ঈদযাত্রার সব টিকিটই কিনতে হবে অনলাইনে—ফিজিক্যাল কাউন্টারে কোনো বিক্রি হচ্ছে না।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনলাইনে টিকিট সংগ্রহে যাত্রীদের সচেতন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সূত্র: বাংলাদেশ রেলওয়ে