থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন জুলাইযোদ্ধা হাসান

mohammad hasan Wounded fighter of the July coup

জুলাই অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মোহাম্মদ হাসান থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ১১টার দিকে তার মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা।

‘এম্পাওয়ারিং আওয়ার ফাইটারস’ নামক একটি ফেসবুক পেজে রাত ১১টা ২১ মিনিটে হাসানের বোনের বরাতে জানানো হয়, “জুলাই অভ্যুত্থানের অন্যতম আহত যোদ্ধা আমাদের ভাই হাসান থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় একটু আগে শহীদ হয়েছেন। সবাই দোয়া করবেন।” এ সময় মোহাম্মদ হাসানের ছোট বোন সুমাইয়া ফোনে বিষয়টি নিশ্চিত করেন।

হাসান প্রায় সাত মাস ধরে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে ছিলেন। ১০ এপ্রিল তাকে লাইফসাপোর্ট থেকে সরিয়ে সাধারণ বেডে আনা হলেও ২৫ এপ্রিল তার অবস্থার অবনতি হলে পুনরায় লাইফসাপোর্টে নেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট টাইগারপাস এলাকায় আন্দোলনের সময় তিনি মাথার ডান পাশে গুলিবিদ্ধ হন। এতে ব্রেন ড্যামেজ হয় বলে ধারণা করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার খাদ্যনালী ও কণ্ঠনালী এক করে লাইফসাপোর্ট দেওয়া হয়। ইনফেকশন ছড়িয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা সিএমএইচ ও পরে থাইল্যান্ডে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য।

ঘনিষ্ঠজনদের মতে, মোহাম্মদ হাসান ছিলেন দৃঢ় মনোবলের একজন সাহসী যোদ্ধা, যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজ আদর্শে অটল ছিলেন।