উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় যুবদল নেতা বহিষ্কার

jadid khan expelled for blocking advisors

সিলেটের গোয়াইনঘাটে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার সকালে যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জাহিদ খানের প্রাথমিক সদস্যপদ বাতিল করে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

এতে আরও বলা হয়, বহিষ্কৃত জাহিদ খানের যেকোনো অপকর্মের দায়ভার দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল শনিবার সকালে জাফলং এলাকা পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাঁদের গাড়িবহর আটকে দেন বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা।

তাঁরা বন্ধ থাকা জাফলং ও আশপাশের কোয়ারিগুলো চালুর দাবিতে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভে বিএনপির অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের স্থানীয় কয়েকজন নেতাকে নেতৃত্ব দিতে দেখা যায়।

ছাত্রদলের স্থানীয় নেতারা বিক্ষোভে জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে বলে জানান সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। তিনি বলেন, বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে এবং রোববারই তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

জানা গেছে, বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজিজ উদ্দিন, সহসভাপতি সুমন শিকদার, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সম্পাদক আবদুস সালাম, ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লা এবং বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খান।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, “যাঁরা উপদেষ্টাদের সরকারি কাজে বাধা দিয়েছেন, তাঁদের শনাক্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।”