ইসরায়েলকে সহায়তা বন্ধে পদক্ষেপের আহ্বান ৯টি ইউরোপীয় দেশের

eu-countries urge action against israel trade palestine

ইসরায়েলের দখলদার ফিলিস্তিনি ভূখণ্ডে সহায়তা বন্ধে পদক্ষেপ নিতে চায় ইউরোপের ৯টি দেশ। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো জানান, পর্তুগাল, বেলজিয়াম, স্পেন, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, পোল্যান্ড, সুইডেন এবং স্লোভেনিয়া—এই দেশগুলো ইসরায়েলের সঙ্গে হওয়া পণ্য বাণিজ্য খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে।

তাদের আশঙ্কা, এসব পণ্য হয়তো ইসরায়েলি বসতিগুলোর মাধ্যমে ফিলিস্তিনি ভূমি দখলদারিতে ব্যবহৃত হচ্ছে।

এই অনুরোধটি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কালাসের কাছে চিঠি আকারে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) সম্প্রতি মতামত দিয়েছে যে, “তৃতীয় কোনো দেশ এমন কোনো বাণিজ্য বা বিনিয়োগে জড়াতে পারবে না, যা অবৈধভাবে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার অবস্থাকে টিকিয়ে রাখতে সহায়তা করে।”

আইন মেনে চলার আহ্বান বেলজিয়ামের
বেলজিয়ান পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো বলেন, “আন্তর্জাতিক আইন মেনে চলা আমাদের সম্মিলিত দায়িত্ব। নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থায় রাজনৈতিক সিদ্ধান্তগুলোকে অবশ্যই আইনি স্পষ্টতার ভিত্তিতে নেওয়া উচিত। ইউরোপীয় ইউনিয়নের একটি ঐক্যবদ্ধ অবস্থান আমাদের নীতিকে আমাদের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে পারে।”

গাজা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাড়ছে উদ্বেগ
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস কর্তৃক ইসরায়েলে হামলার পর গাজায় অভিযানের নামে ব্যাপক সামরিক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। এর পাশাপাশি পশ্চিম তীরে ইসরায়েলি বসতির সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বেড়েছে বলে অভিযোগ রয়েছে।

রয়টার্স জানায়, পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঞ্জেলসহ নয় দেশের মন্ত্রীরা ইউরোপীয় কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনায় বাস্তবভিত্তিক প্রস্তাব দেয় এবং আইসেজে’র নির্দেশনার প্রতি সম্মান দেখায়।

ইসরায়েলের ইউরোপীয় ইউনিয়নে কূটনৈতিক মিশন এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ম্যাক্সিম প্রেভো রয়টার্সকে বলেন, “এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ইউরোপীয় ইউনিয়নের কোনো নীতিই যেন অবৈধ দখলদার অবস্থা বজায় রাখতে সরাসরি বা পরোক্ষভাবে সহায়তা না করে।”

২৩ জুন বৈঠকে গুরুত্ব পাবে ইসরায়েল সম্পর্ক
আগামী সোমবার, ২৩ জুন ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পর্যালোচনার বিষয়টি আলোচনা করা হবে।

রয়টার্স জানায়, এই বৈঠকে ইসরায়েল ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার শর্তাবলি মানছে কিনা, সে বিষয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করা হবে। গাজা পরিস্থিতির কারণে এই পর্যালোচনা শুরু করেছে ইইউ।