জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়ায় আর হয়রানি থাকবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আখতার আহমেদ। বুধবার সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশ্বাস দেন।
তিনি বলেন, “ভুল কম করে এনআইডি সংশোধনের আবেদন শূন্যভাগে নামিয়ে আনার চেষ্টা চলছে। আগে লাখের ওপরে সংশোধনের আবেদন থাকত, এখন তা অনেকটাই কমে এসেছে।”
সিনিয়র সচিব আরও জানান, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এনআইডি সংশোধনের মোট আবেদন ছিল ৩ লাখ ৭৮ হাজার। এখন এই সংখ্যা নেমে এসেছে ৮০ হাজারে। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি মাসে গড়ে আবেদন সংখ্যা ২০ হাজার করে কমছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী তিন মাসে সংশোধনের হার আরও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ইসি সূত্র বলছে, এনআইডি সংশোধনের ডিজিটাল ও তথ্য-নির্ভর পদ্ধতির উন্নয়নের ফলে জনগণের ভোগান্তি অনেকটাই কমেছে। ভবিষ্যতে পুরো প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও ভোগান্তিহীন করার পরিকল্পনা রয়েছে কমিশনের।