ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত জমজমাট ম্যাচে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার (১ জুলাই) রাতে অনুষ্ঠিত শেষ ষোলোর এই ম্যাচে রিয়ালের হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন গঞ্জালো গার্সিয়া। দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান তিনি। চলতি আসরে এটি গার্সিয়ার তৃতীয় গোল।
মাঠে ছিলেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও, তবে প্রত্যাশিত প্রভাব রাখতে পারেননি তিনি। রিয়ালের আক্রমণভাগ ছিল দারুণ সক্রিয়—মোট ২২টি শটের মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, জুভেন্টাসের শট সংখ্যা ছিল মাত্র ৬টি, যার মধ্যে মাত্র দুটি ছিল লক্ষ্যে, তবে গোলের দেখা পায়নি তারা।
ম্যাচের শেষদিকে রিয়ালের ডিফেন্ডার কোলো মুয়ানিকে বক্সে ফেলে দেওয়ায় পেনাল্টির আবেদন করে জুভেন্টাস। তবে রেফারি সেই আবেদনে কর্ণপাত করেননি।
অবশেষে গার্সিয়ার হেডেই নিশ্চিত হয় রিয়ালের জয় ও কোয়ার্টার ফাইনালের টিকিট। জাবি আলোনসোর কোচিংয়ে দুর্দান্ত ছন্দেই এগিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।