ফুটবলবিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের তারকা ফরোয়ার্ড দিয়োগো জোতা (২৮)। দুর্ঘটনায় জোতার ভাই আন্দ্রে সিলভাও (২৬) নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পর্তুগিজ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
পর্তুগিজ সংবাদমাধ্যম ও স্পেনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জোতা নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পাশে ছিলেন ভাই আন্দ্রে। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় তাঁরা স্পেনের জামোরা অঞ্চলে ছুটি কাটাতে গিয়েছিলেন। বিবিসি জানিয়েছে, জোতার ভাই আন্দ্রে সিলভাও পেশাদার ফুটবলার ছিলেন এবং পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন।
মাত্র দুই সপ্তাহ আগে—২২ জুন—শৈশবের প্রেমিকা রুতে কার্দোসোকে বিয়ে করেছিলেন জোতা। বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেছিলেন তিনি। তিন সন্তানসহ গড়ে উঠেছিল একটি নতুন পরিবার। সেই সুখের গল্প মাত্র ১২ দিনের মাথায় মুছে গেল এক মর্মান্তিক দুর্ঘটনায়।
জোতার ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১৪ সালে, পাকোস দে ফেরেইরায়। এরপর ২০১৬ সালে যোগ দেন আতলেতিকো মাদ্রিদে, যদিও ক্লাবটির হয়ে মাঠে নামা হয়নি তাঁর। ধারে খেলেছেন পোর্তো ও উলভারহ্যাম্পটনে। পরে ২০১৮ সালে উলভারহ্যাম্পটনের স্থায়ী চুক্তিতে যান এবং সেখান থেকে ২০২০ সালে লিভারপুলে যোগ দেন।
লিভারপুলের হয়ে তিনি এফএ কাপ ও প্রিমিয়ার লিগ জেতেন, ছিলেন দলের আক্রমণভাগের গুরুত্বপূর্ণ অস্ত্র। জাতীয় দলের জার্সিতে ২০১৯ এবং ২০২4 সালে জিতেছেন ইউরোপিয়ান নেশনস লিগ।
লিভারপুল, পর্তুগাল ফুটবল ফেডারেশন এবং ফুটবলপ্রেমীরা এই অপূরণীয় ক্ষতিতে শোক প্রকাশ করেছেন। লিভারপুল ক্লাব এক বিবৃতিতে বলেছে, “দিয়োগো জোতা শুধু একজন প্রতিভাবান ফুটবলারই নন, ছিলেন একজন অনুপ্রেরণাদায়ী মানুষ। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল।”