ইইউর তীব্র উদ্বেগ: কোটা আন্দোলনে বাহিনীর ব্যবহার নিয়ে বাংলাদেশকে জবাবদিহিতার আহ্বান

Quota reform movement

বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে ইইউর বহিঃসম্পর্কবিষয়ক মহাসচিব স্টিফানো সেনিনো এই উদ্বেগ প্রকাশ করেন।

সেনিনো জানান, বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের ঘটনায় তিনি গভীরভাবে আহত। তিনি বাংলাদেশ সরকারকে এই ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সংকট নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছেন।

এর আগে, ইইউর পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলও বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার নিন্দা জানিয়েছিলেন। তিনি ‘দেখামাত্র গুলির নির্দেশ’ দেওয়া ও আইনবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।