ইতালিতে ওয়ার্ক ভিসা ২০২৫: Decreto Flussi কোটা অনুযায়ী আবেদন শুরু

Decreto Flussi 2025

ইতালিতে কাজ করতে আগ্রহী ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। Decreto Flussi কোটার আওতাভুক্ত এবং ২২ অক্টোবর ২০২৪ তারিখের পর ইস্যু হওয়া বৈধ Nulla Osta যাদের আছে, তারা ৩ এপ্রিল ২০২৫ থেকে VFS Global–এর নতুন ওয়েবফর্ম পোর্টালের মাধ্যমে তাদের আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন।

আবেদনপত্র জমা দেওয়ার ওয়েবফর্ম পোর্টালটি নিচের লিংকে প্রবেশ করে ব্যবহার করা যাবে:
https://vfseu.mioot.com/forms/ITABDE/

পোর্টালে সফলভাবে নিবন্ধন করার মাধ্যমে আবেদনকারীর Nulla Osta-এর মেয়াদ স্থগিত থাকবে, যা একটি গুরুত্বপূর্ণ সুবিধা।

তবে লক্ষ্য রাখতে হবে, এই ওয়েবফর্ম প্ল্যাটফর্ম ২২ অক্টোবর ২০২৪-এর আগে ইস্যু হওয়া কোনো Nulla Osta গ্রহণ করবে না। কারণ ইতালির আইন ডিক্রি ১৪৫, ১১ অক্টোবর ২০২৪ অনুযায়ী, সেসব ডকুমেন্ট ইতালীয় অভিবাসন কর্তৃপক্ষ পর্যালোচনার আওতায় রেখেছে।

যাদের Nulla Osta ২২ অক্টোবর ২০২৪-এর আগে ইস্যু হয়েছে, তাদের জন্য VFS Global–এর ওয়েবসাইটে আলাদা নির্দেশনা দেয়া হয়েছে। তাই এ ধরনের আবেদনকারীদের VFS Global–এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।