সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবার বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য নতুন ধরনের ‘মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসা’ চালু করেছে, যার মাধ্যমে মাত্র ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ টাকা) ফি দিয়ে ভিসা পাওয়া যাবে—যেখানে আগে প্রয়োজন হতো কমপক্ষে ২ মিলিয়ন দিরহাম বিনিয়োগ।
ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানায়, এতদিন ইউএই’র গোল্ডেন ভিসা পেতে বড় অঙ্কের অর্থ দিয়ে ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগ করতে হতো। তবে নতুন এই ব্যবস্থায় আর বিনিয়োগের বাধ্যবাধকতা থাকছে না। মনোনয়নপ্রাপ্তরা সরাসরি এই ভিসার জন্য আবেদন করতে পারবেন।
সংযুক্ত আরব আমিরাতের নতুন মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসা পেতে আবেদনকারীদের জন্য থাকছে কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়া। ভিসার জন্য মনোনীত ব্যক্তিদের অতীত রেকর্ড ও সামাজিক কার্যক্রম বিশদভাবে পর্যালোচনা করবে দেশটির কর্তৃপক্ষ।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অর্থপাচার, অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহজনক গতিবিধির ওপর ভিত্তি করে ভিসা আবেদন বাতিল করা হতে পারে। তবে যাচাই-বাছাইয়ের পর একবার কোনো আবেদনকারী মনোনীত হলে, তার গোল্ডেন ভিসাটি স্থায়ী বৈধতা পাবে।
এই মনোনয়ন-ভিত্তিক ভিসা সম্পত্তি-নির্ভর ভিসা থেকে ভিন্ন। সম্পত্তিভিত্তিক গোল্ডেন ভিসার ক্ষেত্রে সম্পত্তি বিক্রি বা মালিকানা পরিবর্তন হলে ভিসা বাতিলের সম্ভাবনা থাকে। কিন্তু নতুন ব্যবস্থায় ভিসা প্রাপ্তির পর সম্পত্তি না থাকলেও তা বাতিল হবে না।