আজকের সোনার দাম: দেশের বাজারে সোনার দাম কমলো

Today gold price in Bangladesh

দেশের সোনা বাজারে আবারও পরিবর্তন এসেছে। এবার ভরিতে ১,৫৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই মূল্য মঙ্গলবার (৮ জুলাই) থেকে কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০,৫৫১ টাকা। এছাড়া:

  • ২১ ক্যারেট: ১ লাখ ৬২,৭৯৪ টাকা
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৩৯,৫৪৮ টাকা
  • সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ১৫,৩৯২ টাকা

বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% ন্যূনতম মজুরি যোগ হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির তারতম্য থাকতে পারে।

এর আগে ১ জুলাই বাজুস সর্বশেষ দাম সমন্বয় করেছিল। তখন ২২ ক্যারেটের ভরি মূল্য ১ লাখ ৭২,১২৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। এক মাসের ব্যবধানে এবার দাম কমানো হলো।

উল্লেখ্য, এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৪২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ২৭ বার দাম বেড়েছে, আর ১৫ বার কমেছে। ২০২৪ সালে ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল।

তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে:

  • ২২ ক্যারেট: ২,৮১১ টাকা
  • ২১ ক্যারেট: ২,৬৮৩ টাকা
  • ১৮ ক্যারেট: ২,২৯৮ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৭২৬ টাকা