বাংলাদেশ ক্রিকেট দল আবারও ব্যর্থতার গল্প লিখল। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ৯৯ রানের বড় ব্যবধানে হারলো শ্রীলঙ্কার কাছে। তানভীর ইসলামের বলে মাদুশকা ক্যাচ ধরতেই নিশ্চিত হয় বাংলাদেশের পরাজয়। লক্ষ্য ছিল ২৮৬ রানের, কিন্তু ৩৯.৪ ওভারে মাত্র ১৮৬ রানেই অলআউট হয় টাইগাররা।
টপ অর্ডারে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসানের জুটিতে শুরুটা কিছুটা ইতিবাচক হলেও সেটি বেশিক্ষণ টেকেনি। তানজিদ আউট হওয়ার পরপরই শূন্য রানে বোল্ড হয়ে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর তৌহিদ হৃদয় কিছুটা চেষ্টা করলেও সঙ্গ না পাওয়ায় তাঁর ইনিংসও থেমে যায় ৫১ রানে।
হৃদয়ের আউটের পর একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। অলরাউন্ডার মিরাজ ২৮ ও জাকের আলী ২৭ রান করলেও জয়ের কাছাকাছি যাওয়ার মতো কোনো জুটি গড়তে পারেনি দল।
এর আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে তোলে ২৮৫ রান ৭ উইকেটের বিনিময়ে। দলের পক্ষে কুশল মেন্ডিস খেলেন দারুণ এক সেঞ্চুরি (১২৪), আসালাঙ্কা করেন ৫৮ এবং নিশাঙ্কার ব্যাট থেকে আসে ৩৫ রান। বাংলাদেশের পক্ষে মিরাজ ও তাসকিন নেন ২টি করে উইকেট।
তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়লেও দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরে বাংলাদেশ। কিন্তু শেষ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি টাইগাররা। ফলে ২–১ ব্যবধানে সিরিজ হাতছাড়া হয়।
ম্যান অব দ্য ম্যাচ: কুশল মেন্ডিস (১২৪ রান)
ফল: শ্রীলঙ্কা জয়ী ৯৯ রানে
সিরিজ ফল: শ্রীলঙ্কা সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে